বাংলাদেশে যতো সংস্কার হয়েছে, বিএনপির হাত ধরে হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে যতো সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরে হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুভেচ্ছা গ্রহণের পর তিনি এ কথা বলেন। বিএনপিকে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই।তারপরও সৌন্দর্যমূলক আলোচনা চালু রাখতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালু করে অতীতের অগণতান্ত্রিক উপসংস্কৃতি নির্মূল করা সম্ভব। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাল রাজনেতিক সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদি রাজনীতি বিলোপ ঘটাতে হবে।

এনসিপি উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সরজিস আলম বলেন, শেখ হাসিনা কেবল গণতন্ত্রই নয়, রাজনৈতিক সংস্কৃতিও ধ্বংস করেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে নান্দনিক সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগের আদেশের স্থগিতাদেশের বিষয়ে এনসিপি নেত্রী সামান্থা শারমিন বলেন, সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটাতে গেলে তা কোনো দল মেনে নেবে না।

Scroll to Top