জুলাই বিপ্লবের সৈনিক হাসনাতকে অপমান করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি হাসনাতকে ‘ফাকিন্নির ছেলে’ বলে আক্রমণ করেছেন। সেই পোস্টে আলো আসবেই গ্রুপের কর্মী শাওন একই সুরে মন্তব্য করেছেন এবং জহিরুল ইসলাম মামুন (সোশ্যাল মিডিয়ায় ‘জে ই মামুন’ নামে পরিচিত) নামে আরেক ব্যক্তি তার সাথে যোগ দিয়ে হাসনাতকে ‘বান্দির পুত’ বলে অপমান করেছেন।
পিনাকী ভট্টাচার্য তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন,
“শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাত বার জন্ম নিলেও একজন হাসনাত হতে পারবে না। হাসনাত, আসিফ কিংবা সাদিকের মতো সাহসী নেতৃত্বের জায়গায় পৌঁছানো তার পক্ষে অসম্ভব।”
পিনাকী অভিযোগ করে বলেন, যারা আজ হাসনাতকে নিয়ে কটূক্তি করছে, তারাই আসলে জনগণের রক্ত দিয়ে বাঁচা আন্দোলনকে অবমূল্যায়ন করছে। তিনি বলেন,
“শেখ রুমিন যেই গর্ত থেকে ‘প্লট প্লট’ বলে চিৎকার করত, সেই গর্ত থেকে রুমিনদের উদ্ধার করেছে হাসনাতরা। অথচ আজ সে বাকশালিদের ভাষা ধার করে বিপ্লবীদের আক্রমণ করছে।”
তিনি আরও উল্লেখ করেন, রুমিন ফারহানা বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বী গ্রুপের ভয়ে বি. বাড়িয়ায় প্রবেশ করতে পারেন না। অথচ আজ আওয়ামীপন্থীদের সঙ্গে সুর মিলিয়ে হাসনাতকে চোখ রাঙাচ্ছেন। পিনাকীর ভাষায়,
“তুমি যদি এতই যোগ্য হও, তবে ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করো, বাংলাদেশের বিপ্লবীদের হেয় করার অধিকার তোমার নেই।”
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের বেয়াদবির জবাব কড়ায় গণ্ডায় দেওয়া হবে।”



