সাতসকালে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। বাসে থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) ভোরে জেলার আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই জনঅধিকার পরিষদের মুখপাত্র ফেসবুকে লাইভ করেন।

তিনি সরাসরি সম্প্রচারে বলেন, “দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। গাড়ির প্রায় সকল যাত্রী কিছুটা আহত হন। আমি নিজেও আহত হয়েছি।”

তিনি আরও বলেন, গাড়িচালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

বিস্তারিত আসছে…

Scroll to Top