কে জিতবে ডাকসু নির্বাচনে? পিনাকীর ‘ভবিষ্যদ্বাণী’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়ন গ্রহণের সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্যান্য সংগঠনগুলি তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে। ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রখ্যাত লেখক, গবেষক এবং জনপ্রিয় কর্মী পিনাকী ভট্টাচার্য।

বুধবার (২০ আগস্ট) তার পোস্টে, তিনি ডাকসু নির্বাচন নিয়ে দুটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার পোস্টটি পাঠকদের জন্য সম্পূর্ণ পুনরুত্পাদন করা হল।

“ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি। ছাত্র শিবির ভিপি, জি এস সহ বেশীরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের তফাৎ হবে প্রচুর।

এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু স্যেকুলার এস্টাব্লিশমেন্ট হতে দেবে কিনা শেষ পর্যন্ত এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহুর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দু:স্বপ্ন বাঙ্গু পোগতিশিল, ভারত বা পশ্চিমাদের নাই।

কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এইটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদুরপ্রসারি। সেইটা শুধু বাঙ্গু পোগতিশিলেরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না।”

Scroll to Top