রাজনৈতিক বিশ্লেষক ও প্রাক্তন এমপি গোলাম মাওলা রনিকে ‘পল্টিবাজ’ বলে অভিহিত করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তিনি তার যাচাইকৃত ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, “কারও মৃত বাবা-মা সম্পর্কে নোংরা কথা বলা খুবই নোংরা কাজ।”কিছুক্ষণ আগে গোলাম মাওলা রনি নামের একজন ব্যক্তির একটি পোস্ট লক্ষ্য করলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে কেন্দ্র করে। গোলাম মাওলা রনি যে ছবিটি ওই পোস্টে ব্যবহার করেছেন সেটা পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের।
জুলকারনাইন সায়ের লিখেছেন, রনি সাহেব আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, এবং ২০১৩ সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে মারধরের অভিযোগে বাংলাদেশ পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন তিনিও এমপি ছিলেন। আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে আগ্রহী নই। যদিও রাজনীতির জগতে তিনি একজন রাজনৈতিক বদমাশ হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
তিনি আরও লিখেছেন, “একজন রাজনৈতিক নেতা হিসেবে, একজন সাধারণ নাগরিকের মৃত মা সম্পর্কে এই ধরনের মন্তব্যের নিন্দা জানাই। যেহেতু আপনি রাজনীতির সাথে যুক্ত, তাই আপনার আলোচনা এবং সমালোচনা হওয়া স্বাভাবিক। কিন্তু তার উত্তরে যদি আপনি কারো মৃত মা-বাবা নিয়ে এত জঘন্য কথা বলেন, তাহলে সম্ভবত রাজনীতি বাদ দিয়ে নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক টাইপ কোন কাজ বেছে নেয়া উচিত।



