প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপর অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বলেছেন – সংস্কারের পর নির্বাচন এবং দৃশ্যমান বিচার। কিন্তু সংস্কার কি বাস্তবায়িত হয়েছে, দৃশ্যমান বিচার করা হয়েছে? এর কোনটিই ঘটেনি, তারা বলে যে এটি চলমান। এরপরও জাতীয় নির্বাচন ঘোষণা করাটা আমাদের কাছে সন্দেহ তৈরি হয়েছে। নিশ্চয়ই, আপনার ওপর কোনো ধরণের— যেটা আমরা বলব অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে। সেই জ্বিনের নাম আমরা বলতে চাই না।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জনসংযোগের মাধ্যমে নির্বাচনের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টাকে সতর্ক করে মুফতি রেজাউল করিম বলেন, এই বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছিল, তখন ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। যদি কোন দুষ্ট চক্র এবং জিন আপনাকে এই ধরণের ঘোষণা দেওয়ার জন্য চাপ দিয়ে থাকে, তাহলে আমরা স্পষ্ট করে বলছি, আমরা, এই দেশের ছাত্র এবং জনগণ, রাস্তা ছাড়িনি।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এ দেশ সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, খুনিদের বিচার না হবে— ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এদেশে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না।
ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত ৫৩ বছরের নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কার। আমরা দাবি করেছি— পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এ দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশিশক্তি, কালোটাকার দৌরাত্ম্য ও গুণ্ডাদের তাণ্ডব দূর করার একমাত্র উপায় পিআর পদ্ধতি।



