আপনি তো ২য় এরশাদ হয়ে গেলেন

সিনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না) দাবি করেছেন যে তিনি “গৃহবন্দি” আছেন। শুক্রবার, ১৫ আগস্ট, তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি করেন।

সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি’। জেড আই খান পান্নার এই ফেসবুক পোস্টে তারই বন্ধুরা তাকে তুলোধুনো করে মন্তব্য করেন। তার এক বন্ধু লিখেছেন ‘আপনি তো ২য় এরশাদ হয়ে গেলেন।’ আরেকজন লিখেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে আর কত দালালি করবেন।’

এদিকে, শুক্রবার কিছু সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দেয় যে আইনজীবী জেড আই খান পান্নাকে গৃহবন্দি করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী গতকাল শুক্রবার সন্ধ্যার পর আমার দেশকে বলেন, জেডআই খান পান্নাকে গৃহবন্দী করা হয়নি। গৃহবন্দী করার খবরটি সত্য নয়। ওই আইনজীবী গৃহবন্দী হওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসের বরাতে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার বলেন, হতে পারে আলোচনায় থাকার জন্য এরকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি। এ কারণে হয়তোবা আলোচনায় থাকতে চান তিনি- যোগ করেন ডিএমপি কমিশনার।আলোচনায় থাকতে চান বলে।

কয়েকদিন আগে, পান্না ফেসবুক লাইভে ঘোষণা করেছিলেন যে ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে, তিনি ৩২ ধানমন্ডির বাড়িতে ফুল দিতে যাবেন,বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এ আইনজীবী। গত মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানি করতে এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন করে সমালোচিতও হন তিনি।

Scroll to Top