জাপা নির্বাচনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব (দল) মুজিবুর রহমান চুন্নু দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, “দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আমি কোনও অবৈধ কাজ করিনি। যদি কোনও নৈতিক ভুল, কোনও ভুল হয়ে থাকে, তাহলে দলের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি।”

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলে তিনি এই কথা বলেন।

মুজিবুর রহমান চুন্নু বলেন,‘আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। আমি গত প্রায় চার বছর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ভুলভ্রান্তি থাকতে পারে।’

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব। “জাতীয় পার্টি এমন একটি দল যারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করে, একটি আধুনিক গণতান্ত্রিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে।” আমরা দেশের জনগণের সাথে এগিয়ে যেতে চাই। আমরা সমস্ত নিয়ম-কানুন এবং আইন মেনে এই কাজগুলি করব।”

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

Scroll to Top