Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা নারীদের অপমান, অপসারণের দাবি জানিয়ে ৪০ নারী অধিকারকর্মী

প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা নারীদের অপমান, অপসারণের দাবি জানিয়ে ৪০ নারী অধিকারকর্মী

গত বেশকিছু দিন ধরে আলোচনায় রয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আর এরই মধ্যে চলতি মাসের গত ১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় তার আরেকটি ভিডিও ছড়িয়ে পড়তেই আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন তিনি। যেখানে শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করতে দেখা যায় তাকে। এরই ধারাবাহিকতায় এবার তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী।

গত ২ ডিসেম্বর নাহিদ রেইনস নামক একটি অনলাইন লাইভে তথ্যপ্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে লিঙ্গবাদী, কুৎসিত যৌ ন হয়রানিমুলক আখ্যা দিয়েছেন তারা।

সোমবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে নারী অধিকারকর্মীরা বলেন, ‘রাষ্ট্রীয় পদে আসীন একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা বাংলাদেশের আপামর নারীদের অপমান এবং অসম্মান করেছে বলে আমরা মনে করি। এর মধ্য দিয়ে নারীর প্রতি যৌ ন হয়রানিকে সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগতভাবে প্রতিষ্ঠিত করার বৈধতা দেওয়া হয়।’

তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে যথাযথ জবাবদিহির আওতায় এনে অপসারণের দাবি জানিয়ে ওই বিবৃতিতে তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনার নাম করে একজন যৌ ন হেনস্থাকারী প্রতিমন্ত্রী কোনোভাবেই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে না। সসম্মানে এবং সমমর্যাদায় জীবন ধারণ করা বাংলাদেশের প্রতিটি নারীর নাগরিক অধিকার।

বিবৃতিদাতারা হলেন-
১. ফরিদা আখতার, নারী নেত্রী
২. মির্জা তাসলিমা সুলতানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩. জোবাইদা নাসরিন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. নাসরিন খন্দকার, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৫. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক
৬. নাসরিন সিরাজ, সম্পাদক, ঠোঁটকাটা

৭. স্নিগ্ধা রেজওয়ানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৮. সুপ্রীতি ধর, সম্পাদক, উইমেন চ্যাপ্টার
৯. মিথিলা মাহফুজ, শিক্ষক

১০. বীথি ঘোষ, শিল্পী ও সংগঠক, সমগীত
১১. তাসলিমা মিজি, উদ্যোক্তা
১২. শারমিন শামস্, সম্পাদক, ফেমিনিস্ট ফ্যাক্টর

১৩. ইশরাত জাহান উর্মি, সাংবাদিক
১৪. পূরবী তালুকদার, একটিভিস্ট
১৫. মোশফেক আরা শিমুল, সম্পাদক, স্পেস

১৬. নাসরিন আক্তার সুমি, নারী সংহতি
১৭. সুমি রেক্সোনা, নারী সংহতি
১৮. দিলশানা পারুল, একটিভিস্ট

১৯. মনজুন নাহার, উন্নয়নকর্মী
২০. ফেরদৌস আরা রুমী, উন্নয়নকর্মী
২১. মাহফুজা মালা, উন্নয়নকর্মী

২২. প্রমা ইসরাত, আইনজীবী
২৩. লুনা নুর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
২৪. নাইমা খালেদ মনিকা, নারী মুক্তি কেন্দ্র

২৫. সীমা দত্ত, নারী মুক্তি কেন্দ্র
২৬. তানিয়াহ মাহমুদ তিন্নী, শিক্ষক
২৭. সুমাইয়া নাসরিন সুমু, একটিভিস্ট

২৮. অপরাজিতা সংগীতা, একটিভিস্ট
২৯. অর্ণি আনজুম, রাজনৈতিক কর্মী ও একটিভিস্ট
৩০. শ্রবণা শফিক দীপ্তি, একটিভিস্ট

৩১. রিমঝিম আহমেদ, কবি
৩২. শাফিনুর শাফিন, কবি
৩৩. জেসমিন দীনা রায়, শিক্ষক

৩৪. রেবেকা নীলা, সাংস্কৃতিক কর্মী
৩৫. লামিয়া ইসলাম, একটিভিস্ট
৩৬. মারজিয়া প্রভা, একটিভিস্ট

৩৭. প্রাপ্তি তাপসী, একটিভিস্ট
৩৮. ইসাবা শুহরাত, একটিভিস্ট
৩৯. নাজিফা জান্নাত, রাজনৈতিক কর্মী ও একটিভিস্ট
৪০. মোরসালিনা আনিকা, সাংস্কৃতিক কর্মী

কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখের ভাষা কখনও এমন হওয়া উচিত নয় বলে মন্তব্য করে অনতিবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির অসংখ্যা নেতাকর্মীরা। একই সাথে শহীদ জিয়া ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায় এক বিবৃতি দিয়েছে বিএনপি ও জিয়া পরিবার।

About

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *