‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র ঘিরে কাঁপছে দিল্লি! ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী নিয়ে ভারতের তীব্র উদ্বেগ!

ভারত “গ্রেটার বাংলাদেশ” মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। লোকসভার এক অধিবেশনে তিনি বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কারণে নয়াদিল্লি বাংলাদেশের পরিস্থিতির প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে।

অধিবেশনে বিজেপির এক সংসদ সদস্য জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করে জানান, সম্প্রতি ঢাকার একটি ইসলামপন্থি গোষ্ঠী “সালতানাত-ই-বাংলা” ঢাকা বিশ্ববিদ্যালয়ে “গ্রেটার বাংলাদেশ” নামে একটি মানচিত্র প্রকাশ করে। সেই মানচিত্রে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। ওই এমপি আরও দাবি করেন, এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও “টার্কিশ ইউথ ফেডারেশন”-এর সহায়তায় পরিচালিত হচ্ছে। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে জয়শঙ্কর বলেন, “আমরা এই বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’-এর তথ্য উদ্ধৃত করে বাংলাদেশের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়। আয়োজকরা বাংলাদেশের সরকারকে জানিয়েছেন, তাদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সরকার আরও নিশ্চিত করেছে যে ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।”

জয়শঙ্কর আরও বলেন, “জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ আমাদের বিশেষ নজরে রয়েছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুগুলোর ক্ষেত্রে বাংলাদেশকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

Scroll to Top