জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যান এনসিপির, জানা গেল কারণ

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলো নির্বাচনের আগেই আইনগত কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এ দাবি জানান।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপের এক বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমরা স্পষ্টভাবে বলেছি—যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচন শুরুর আগেই আইনি ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তির ওপরই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি জানান, এনসিপি এই অবস্থান মৌখিকভাবে জানিয়েছে, তবে প্রয়োজন হলে লিখিতভাবেও জানাবে।

জাবেদ রাসিন অভিযোগ করেন, নির্বাচন কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও সেসব নিয়ে বিস্তারিত আলোচনা না করেই ‘হঠাৎ করে’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা এনসিপি গ্রহণযোগ্য মনে করছে না।

তিনি বলেন, “আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটি আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি।”

তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে ‘র‍্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে জাবেদ রাসিন জানান, আজকের বৈঠকে বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন—এ প্রস্তাবে এনসিপি একমত হয়েছে।

তিনি বলেন, “এই প্রস্তাবে আমাদের সঙ্গে অধিকাংশ দল একমত। শুধু বিএনপি ও তাদের কিছু সহযোগী দল ভিন্নমত পোষণ করেছে।”

জাবেদ রাসিন আরও জানান,“যেসব মৌলিক সংস্কার ছাড়া আমরা মনে করি ‘ফ্যাসিবাদী কাঠামো’ ভেঙে ফেলা সম্ভব নয়—তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে জুলাই সনদে সই করব কি না, সে বিষয়ে দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সবশেষে তিনি বলেন,“আমাদের অবস্থান স্পষ্ট—আলোচনার মাধ্যমে যৌথ সিদ্ধান্ত নিতে হবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়া হলে তা আমরা কোনোভাবেই গ্রহণ করব না।”

এনসিপির এই অবস্থান নির্বাচনী আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Scroll to Top