নেত্রী নীলা ইস্রাফিল’কে আলচনা তুঙ্গে, আখতার বললেন তিনি এনসিপির কেউ নয়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন নেত্রী নীলা ইস্রাফিল। ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দল ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই এনসিপির পক্ষ থেকে তার বিষয়ে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, ‘নীলা এনসিপির কেউ নন। তিনি নাগরিক কমিটিতে ছিলেন। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। কিন্তু তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে দলের মূল কাঠামোয় যুক্ত করা হয়নি।’

অন্যদিকে, নীলা ইস্রাফিল ফেসবুক পোস্টে লেখেন,
‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। বরং সেই অপরাধী দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি আরও লেখেন,
‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও কখনো পিছপা হব না।’

নীলার এই ঘোষণার পর এনসিপির অভ্যন্তরীণ কাঠামো ও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সদস্য হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়টি সামনে এনে বিতর্ক এড়ানোর চেষ্টা চলছে।

Scroll to Top