Wednesday , November 13 2024
Breaking News
Home / National / শহীদ জিয়া ও জাইমার সম্পর্কে মুরাদের বক্তব্য নিয়ে এবার জিয়া পরিবারের বিবৃতি

শহীদ জিয়া ও জাইমার সম্পর্কে মুরাদের বক্তব্য নিয়ে এবার জিয়া পরিবারের বিবৃতি

বর্তমানে সারা-দেশজুড়ে বেশ আলোচনায় রয়েছেন ক্ষমতাসীন দলের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। কখনও গান, আবার কখনও তার বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি শহীদ জিয়া ও তিনবারের খালেদা জিয়ার নাতনী সম্পর্কে তার করা এক বক্তব্যের প্রসঙ্গে এবার এক বিবৃতি দিয়েছে বিএনপি ও জিয়া পরিবার।

গতকাল রবিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিএনপির ভেরিফাইড ও গবেষণা সেল পরিচালিত পেজে পৃথক-পৃথক স্ট্যাটাসে ‘বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য’ শিরোনামে অবস্থান জানানো হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে বিএনপির গবেষণা সেলের একজন দায়িত্বশীল এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২ ডিসেম্বর জিয়া পরিবার সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রশ্ন করেন নাহিদ রাইন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনী সম্পর্কে তার মন্তব্যে জাতি স্তম্ভিত। তার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মন্তব্য নারীবিদ্বেষী ও বর্ণবাদী এবং ব্যারিস্টার জাইমা রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছে। বিএনপি ও জিয়া পরিবার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।’

বক্তব্যে উল্লেখ করা হয়, ‘রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য এইরকম ভাষা ও মন-মানসিকতা শিষ্টাচার বহির্ভূত। সরকারের একজন মন্ত্রীর কাছে এমন আচরণ জাতির কাম্য নয়। নিজেদেরকে উপরে উঠাতে গিয়ে অন্যকে নিচু দেখানোর প্রচেষ্টা নিন্দনীয় ও ন্যক্কারজনক।’

বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য, ‘আমরা চাই, মুরাদ হাসান যেন অবিলম্বে তার প্রমাণহীন, অসত্য ও বর্ণবাদী বক্তব্য প্রত্যাহার করেন।’

এদিকে গত ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নাতনী সম্পর্কে তার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি দলে বেশ হৈ চৈ’এর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *