ঢং আর ভালো লাগে না ভাই, রাতে বিরাতে রং ঢং দেখা লাগে, লাথি মারি এসব শোকে : উমামা ফাতেমা

ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের ছাদে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের মানুষের মাঝে শোকের ছায়া নেমেছে। বিধ্বস্ত বিমানে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

ঘটনার দিন রাতেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা। তিনি ফেসবুক লিখেছেন, “ঢং আর ভালো লাগে না ভাই! এটা কি বাংলা সিনেমা চলতেছে দেশে! রাতের ৩টা বাজে। ফালতু যত্তসব! ফালতু একটা সিস্টেম। রাতে বিরাতে রং ঢং দেখা লাগে। সরি, টেম্পার আর ধরে রাখতে পারছি না। লাথি মারি এসব শোকে।”

Scroll to Top