সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিতে দেখা যায়, লম্বা চুল ও ঘন দাড়িতে ভিন্ন এক চেহারায় হাজির হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ ছবি নিয়ে নানা প্রশ্ন উঠলে অবশেষে মুখ খুলেছেন স্বয়ং নয়ন।
এক সাক্ষাৎকারে নয়ন জানান, ২০২২ সালে হাইকোর্টে জামিন নিতে যাওয়া নেতাকর্মীদের সহায়তা করতে গিয়ে তাকে তুলে নিয়ে যায় সরকার। তিনি অভিযোগ করেন, প্রায় পাঁচ থেকে সাত দিন তাকে গুম করে রেখেছিল বর্তমান সরকার। এরপর দীর্ঘ সময় তাকে কারাবন্দি অবস্থায় থাকতে হয়।
জেল থেকে মুক্তির পর আন্দোলনে সক্রিয় থাকলেও বারবার হুমকি পেয়েছেন বলে দাবি করেন নয়ন। ‘আমাকে পেলে আর জীবিত রাখা হবে না’—এমন হুমকির মুখে নিজেকে গোপন রাখতে তিনি চেহারার পরিবর্তন করেন। নয়ন বলেন, “দাড়ি রেখেছিলাম, বড় চুল রেখেছিলাম—এসব ছিল প্রশাসনের নজর এড়িয়ে আন্দোলনে থাকার কৌশল। শান্তিনগরে মশাল মিছিল করেছি এই চেহারাতেই।”
তিনি জানান, দীর্ঘ সময় একটি কক্ষে বন্দি থাকায় চুল ও দাড়ি বড় হয়ে যায় এবং মুখে ফাঙ্গাসের সমস্যাও দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে পরবর্তীতে দাড়ি কেটে ফেলেন। এখনো হালকা দাড়ি উঠলে ফাঙ্গাস দেখা দেয় বলে জানান তিনি।
স্লোগান প্রসঙ্গে নয়ন বলেন, “স্লোগান আমার মনের খোরাক। রাজপথ আমার খেলার মাঠ, জেলখানা আমার রাজনৈতিক পাঠশালা।” তিনি বলেন, বিপ্লবীরা স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়, তাই প্রোগ্রামের প্রাণ ধরে রাখতে নানা ভঙ্গিতে স্লোগান দিয়ে কর্মীদের উদ্দীপ্ত রাখার চেষ্টা করেন তিনি।



