দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি

জাতীয়তাবাদী উলামা পার্টির আহ্বায়ক মাওলানা কাজী মোঃ সেলিম রেজা দেশের কোথাও চরমোনাইয়ের পীরকে মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী উলামা পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই সতর্কীকরণ দেন।

চরমোনাইয়ের পীরকে উদ্দেশ্য করে কাজী মো. সেলিম রেজা বলেন, “আওয়ামী লীগ তোমাদের দুটি দাঁত ভেঙে দিয়েছে। বাকিগুলোও আমরা ভেঙে দেব। আমরা তোমাদের (পীর সাহেবকে) বাংলার মাটিতে কোথাও মাহফিল করতে দেব না। আপনারা ভিক্ষা করে খান, ভিক্ষা করে চলেন, এতো সম্পদের মালিক কোথা থেকে হয়েছেন? ওলামা দল আপনাদের বিরুদ্ধে দুদকে মাললা করবে। সম্পত্তির হিসেব আপনাদেরকে দিতেই হবে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে, সাবধানের সাথে অজু করে কথা বলবেন। বাংলাদেশ জাতীয় পার্টির বিরুদ্ধে যদি কোনো ধরণের ষড়যন্ত্র করা হয়, কোনো অস্থির বক্তব্য দেওয়া হয়, তাহলে আমরা তা সহ্য করব না। আমাদের চেয়ারম্যান সাহেব যদি হুকুম দেয় তাহলে আপনাদের জিহ্বা টেনে ছিঁড়বো।

Scroll to Top