সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, প্রাক্তন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কান্না করেননি কান্না হয়ে গেছে। বুধবার (৯ জুলাই) সাংবাদিক ইলিয়াস তার যাচাইকৃত ফেসবুক পেজে একটি পোস্টে এই কথা বলেন।
সেই পোস্টে তিনি বলেন, “আজ প্রায় সব সংবাদমাধ্যম আদালতে পলকের কান্নার খবর দেখেছে। তার কান্না দেখে খুব কোমল হৃদয়ের মানুষের হৃদয় গলে যেতে পারে।
তবে, ইন্টারনেট বন্ধ করে ছোট বাচ্চাদের নৃশংসভাবে হত্যার পর, এই পলক মজা করে বলেছিলেন, ইন্টারনেট সরকার বন্ধ করেনি বন্ধ হয়ে গেছে।’
ইলিয়াস হোসেন বলেন, “সরকার তাকে এতটাই অন্ধ এবং অমানবিক করে তুলেছিল যে সে তার নিজের ভাইদের জমি এবং সম্পত্তিও দখল করেছিল। প্রতিবাদ করায় পুলিশ দিয়ে ভাইকে তুলে নিয়ে নির্যাতন করিয়েছিল। গেল ১৫ বছরে সবচেয়ে লুটপাট করা জয়ের প্রধান সহযোগী ছিল পলক।
ছোট একটা সরকারি অ্যাপ তৈরিতে খরচ দেখিয়েছে ১০ কোটি টাকা!’ তিনি আরো বলেন, ‘টাকা পলককে বাঁচাতে পারেনি, আল্লাহ পাকড়াও করে ফেলার পর চোখের পানি ফেলে লাভ নেই, সময় শেষ! যারা ভারতে বসে হুমকি দিচ্ছে, তাদের নেতাদের দেখে বোঝা উচিত আওয়ামী অধ্যায় বাংলাদেশে শেষ। ফেসবুকে লাফালাফি করে লাভ হবে না। তোমাদের নেতারা টাকা-পয়সা নিয়ে ইউরোপ, আমেরিকায় আরামে আছে।’



