চাঁপাইনবাবগঞ্জে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, যদি সীমান্তে আগ্রাসন হয়, তাহলে তারা সীমান্তে লংমার্চ ঘোষণা করব।
রবিবার চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, যদি সীমান্তে আমার ভাইদের হত্যার চেষ্টা করা হয়, তাহলে আমরা সীমান্তে লংমার্চ ঘোষণা করব।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে। এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এইসব আগ্রাসন আর মেনে নেব না।”
তিনি আরও বলেন, “অনেক কাল হয়েছে। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পাঁয়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।”
চাঁপাইনবাবগঞ্জের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জের প্রিয় জনগণ, আজ আমরা এসেছি। আমরা দেশ গঠনের আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে ৬৪টি জেলায় যাচ্ছি।”