‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’-এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন

২০২৪ সালের জুলাই মাসের অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই মাসের স্মরণ কর্মসূচির অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। জুলাই বিদ্রোহের বার্ষিকী উপলক্ষে ‘জুলাই স্মরণ কর্মসূচি’ শীর্ষক মাসব্যাপী এই কর্মসূচি ১ জুলাই থেকে শুরু হয়েছে। আজ, রবিবার (৬ জুলাই), এর অংশ হিসেবে জুলাই মাসের শেষ পোস্টার প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টারের ক্যাপশনে বলা হয়েছে, ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’-এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমন-পীড়নের মধ্যে, যারা সামান্যতম সাংবাদিকতা করার চেষ্টাও করেছিলেন তাদের উপর নির্যাতনের খড়গ পড়বে। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিলো তার মধ‍্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিলো অন্যতম।

শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই মাসের প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন, যার মূল প্রতিপাদ্য হলো গণমাধ্যমের স্বাধীনতার অভাব এবং তোষামোদ। আরও বলা হয়েছে যে জুলাই মাসের অন্যতম যোদ্ধা এই শিল্পীর এই পোস্টারগুলি জুলাই কেন অনিবার্য হয়ে উঠল এবং জুলাই মাসে কী ঘটেছিল তার কারণগুলি তুলে ধরবে।

এর আগে শুক্রবার (৪ জুলাই) বুয়েট ছাত্র আবরারকে নিয়ে করা পোস্টার প্রকাশিত হয়েছে।

Scroll to Top