বাংলাদেশে জুলাই বিপ্লবের পর, ভারতীয় সংবাদমাধ্যমে ঢাকা সম্পর্কে প্রচুর আগ্রহ তৈরি হয়েছিল। যেখানে আগে, গুরুত্বপূর্ণ ঘটনা এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া, বাংলাদেশ সম্পর্কে খুব বেশি খবর ছিল না, ৫ আগস্টের ঘটনার পর দৃশ্যপট বদলে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সম্পর্কে শত শত প্রতিবেদন তৈরি করতে শুরু করে। তবে, সেই প্রতিবেদনের প্রকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সে সব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার।
বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত পাঁচ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কীভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আর এটি ঘটেছে গত পাঁচ মাসে।
ফয়সাল মাহমুদ লিখেছেন যে, ভারতীয় সংবাদমাধ্যম প্রথমে শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেছিল। তারপর তারা তাকে ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করতে শুরু করে। এখন, চারটি শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদপত্র – টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস – ধীরে ধীরে শেখ হাসিনার জন্য ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার শুরু করেছে।
পোস্টের শেষে তিনি লিখেছেন যে, পরিবর্তনের ধারা খারাপ নয়।