‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ এমন শিনোনামে একটি ভিডিও পোস্ট করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। এর বাইরেও তিনি এই সম্পর্কিত আরও দুটি পোস্ট করেছেন।
সোমবার (৩০ জুন) রাতে তার যাচাইকৃত ফেসবুক পেজে একটি পোস্টে পিনাকী ভট্টাচার্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশের’ রাষ্ট্রপতি করার প্রস্তাব দেন।
খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “নতুন বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার পতাকা সর্বদা সুরক্ষিত এবং সমুন্নত থাকবে।”
এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী আরেকটি পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।
বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
এরপরেই ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্রা ব্যক্তি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উচু করে লড়াই করতে। খালেদা জিয়া বলেছিলেন ‘ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ শুধু তাই নয়, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন।
পিনাকী আরও বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস- এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না।
বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, “আমরা চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার আগে শপথ নেবেন। আমরা তা দেখতে চাই। তার অভিভাবকত্বে থাকলে এর চেয়ে ভালো নির্বাচন আর হবে না।”