নির্বাচন কবে হবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ এবং চলমান সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন মার্কো রুবিও।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উভয় নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আলোচনাটি ছিল সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয়পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করে। একইসঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

প্রেস উইংয়ের তথ্যমতে, দুই নেতা বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি, গণতন্ত্রে উত্তরণের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

Scroll to Top