একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা আনুপাতিক প্রতিনিধিত্ব এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছেন তারা এই দেশ ও জাতিকে ধ্বংস করার চেষ্টা করছেন।

রবিবার (২৯ জুন) ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রমনা থানা বিএনপি নবনির্বাচন ও নবায়ন কর্মসূচি ২০২৫’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে, নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে। বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে। কেউ কোনো জায়গা ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না। সবাইকে অনুরোধ জানাব, আউল-ফাউল কথাবার্তা বইলেন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না।’

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে লক্ষ্য করে মির্জা আব্বাস বলেন, ‘যখন বিএনপি-জামায়াতের উপর স্টিমরোলার ব্যবহার করা হচ্ছিল, তখন সেই দল এবং তার নেতা দূর থেকে করতালি দিচ্ছিলেন। তারা কৌশলগতভাবে হাসিনাকে সমর্থন করেছিলেন। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন; তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারা প্রতিবাদ করেনি। এখন তারা লম্বা লম্বা কথা বলছে, প্রথমে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, তারপর পিআর সিস্টেম (আনুপাতিক ব্যবস্থা) দেওয়া উচিত।’

পিআর সিস্টেম কোথা থেকে এসেছে তা প্রশ্ন করে মির্জা আব্বাস বলেন, ‘দেশকে সুন্দর করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কিছু করতে হবে। শুধু আপনার কথামতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কই থেকে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এসব কুপরামর্শ নিয়ে, এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজ মাঠে নেমেছে।’

Scroll to Top