হাসিনার হাতে এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে দেওয়া হলো

বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সাদিক আবদুল্লাহ গতকাল এক ফেসবুক পোস্টে বলেছেন যে গত ৬ মাসের কষ্ট আজ অনেকটাই বৃথা গেছে। বইমেলাতে হামলা করার মধ্যে দিয়ে মোদি, ভারত আর হাসিনার হাতে এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে দেওয়া হলো।

সাদিক তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে কিছুক্ষণ পরে, আনন্দ বাজার, ময়ূখ সকলেই এই সরকারের বিরুদ্ধে এক নতুন পর্ব নিয়ে একত্রিত হবে। আমাদের ভাই আলিফকে হত্যার পর, আলিফের বাবা বুকে পাথর বেঁধে বললেন, শান্ত থাকেন। কোন ফাঁদে পা দিয়েন না।আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন।আলিফের রক্তকে অসম্মান করে ভারতের হাতে সবচে বড় কার্ডটা তুলে দিলেন। সবচে ক্ষতি হলো কার জানেন? ডক্টর ইউনূসের। আর ইউনূসের ক্ষতি হলে যে বাংলাদেশের উপকার হবে না, সেইটা নিশ্চয়ই বলে দিতে হবে না?এই মুহূর্তে হামলার সাথে জড়িত সবাইকে ধরে পুলিশে দেন। ইসলাম পন্থী সকল সংগঠন এবং রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানান।মানববন্ধন করেন।

আল্লাহর দোহাই, তসলিমার বিচার দাবি করে এই মুহূর্তে কোন বোকামি করো না, তিনি আরও বলেন, হাসিনা আপনাদের বই নিষিদ্ধ করে রেখেছিলো। হাসিনার থেকে দেশ রক্ষার একমাত্র উপায়, হাসিনার উল্টা কাজ করা।ইসলামপন্থী সংগঠনগুলোর সাহায্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার।দয়া করে আপনারা এই হামলার প্রতিবাদ করেন। বিচার চান। ডক্টর ইউনূসের পাশে দাঁড়ান। গনতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ান।

আপনার বোকামি যদি আমাদের দেশকে দুর্বল করে হাসিনাকে শক্তিশালী করে, এইটা হবে আপনাদের করা বাংলাদেশের সাধারণ মানুষের উপর সবচে বড় জুলুম।মুখে ইসলামের কথা বলে, আন্তর্জাতিক স্পেসে এই দেশের উপর এতো বড় জুলুম আপনারা কইরেন না, আপনাদের দোহাই লাগে। বহুদিন পর এই দেশের বহু নিরীহ মুসলমান শান্তিতে ঘুমাইতে পারতেছে। আপনাদের কিছু মানুষের সন্ত্রাসের জন্য এই নিরীহ মানুষগুলোর জীবন আবারও জাহান্নাম বানাইয়েন না।

Scroll to Top