কেলেঙ্কারি নয়, মিডিয়ার বিকৃত প্রতিবেদনে ক্ষুব্ধ তিশা, সত্যটা জানালেন নিজেই

নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করায় দেশের কিছু তারকাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামে একজনকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরণের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। অনেকেই সেই নাম ধরে নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী, আপনাদের জানাতে দুঃখ হচ্ছে যে সম্প্রতি কিছু সংবাদমাধ্যম অন্য একজনের আয়কর তথ্য বিকৃত করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি লিখেছেন, আমি নুসরাত ইমরোজ তিশা, আমি সবসময় নিয়ম অনুযায়ী কর প্রদান করেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সাথে কাজ করেছি। আশা করি সাংবাদিক বন্ধুরা তথ্য যাচাই করে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশ করবেন।

পরিশেষে তিনি লিখেছেন, প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভালোবাসা ও আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি।

প্রসঙ্গত, ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-১২ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন তারকা হলেন মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভীন এবং আহমেদ শরীফ।

Scroll to Top