স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘মব জাস্টিস কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল হুদার) যেটা হয়েছে, মানে গলায় এটা–সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।। যদি এরকম কিছু থাকে, তাহলে আমাদের জানান এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করুন। আইন প্রয়োগকারী সংস্থাগুলি যথাযথ ব্যবস্থা নেবে।’
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার সামনেই তাঁর (এ কে এম নুরুল হুদা) উপর হামলা করা হয়েছে। এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা তদন্ত করে দেখব কারা জড়িত। আইন প্রয়োগকারী সংস্থার কেউ যদি এতে জড়িত থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
কৃষি জমি দখলের বিষয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘কৃষি জমি যাতে দখল না হয় সেজন্য আমরা একটি আইন তৈরি করতে যাচ্ছি। আমাদের দেশ থেকে অনেক দেশীয় ফল হারিয়ে যাচ্ছে। তাই, সকলকে সচেতন করুন যাতে সবাই আরও বেশি করে দেশীয় ফলের গাছ লাগান।’
এই সময় উপদেষ্টার সাথে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপ-পরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম প্রমুখ।
এর আগে, জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল সাড়ে ১০টায় মৌচাক উদ্যানতত্ত্ব কেন্দ্রে পৌঁছান। পরে, তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) পরিদর্শন করবেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে যোগ দেবেন।