বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার ও তার স্ত্রী।
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে এ বৈঠক হয়।
খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।