নতুন দিবস যুক্ত হলো বাংলাদেশে, এ বছর থেকেই পালিত হবে থাকবে সরকারী ছুটি

ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠকের পর সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের জানান, ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতি বছর এটি পালিত হবে।

ফারুকী আরও বলেন, আজকের বৈঠকে জুলাই মাস নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কী করা যেতে পারে তা পরিকল্পনা করার কাজ চলছে। ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ে ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত । তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।

ফারুকী আরও বলেন, জুলাই মাসে অনুষ্ঠিত কর্মসূচি আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে।

Scroll to Top