সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ জারি করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

নিষিদ্ধ অন্যরা হলেন সমবায় বিভাগের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভীর নিজাম।

Scroll to Top