রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেন, লন্ডন বিমানবন্দরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যাগ টানার মতো তার প্রেসসচিব শফিকুল আলম ছাড়া কেউ ছিলেন না । বৃহস্পতিবার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, যখন প্রধান উপদেষ্টা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন, তখন তার ব্যাগ বহন করার জন্য তার প্রেস সচিব শফিকুল আলম ছাড়া আর কেউ ছিলেন না। তার ছবি তোলার জন্য কোনও ক্যামেরাম্যানও ছিলেন না।
তার প্রেস সচিব শফিকুল আলমই তার ছবি তুলছেন, যার ভিডিও আমরা দেখেছি। তিনি আরো বলেন, লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস যখন করমর্দন করলেন তখন তাকে বিধ্বস্ত, ক্লান্ত ও অপমানিত বলে আমাদের কাছে মনে হয়েছে।
লন্ডনে ড. ইউনূস যে হোটেলে আছেন, সেই হোটেলের বাইরে তিনি বের হতে পারছেন না বা পারেননি মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। ওই হোটেলের সামনে যত বড় বিক্ষোভ হয়েছে তা নিকট অতীতে ইংল্যান্ডে বাঙালিরা করেননি বলেও মন্তব্য করেছেন তিনি।
গোলাম মওলা রনি আরও বলেন, যে খবর আসছে তা হলো ডঃ ইউনূসকে হোটেলের পেছনের দরজা দিয়ে ভেতরে আনা হয়েছে। বিক্ষোভের কারণে তিনি হোটেল থেকে বের হতে পারছেন না। যেসব অতিথি আসছেন তারা সবাই হোটেলের ভেতরেই ডঃ ইউনূসের সাথে দেখা করছেন।