জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার ৪ বস্তা টাকা, সামনে এলো যাদের নাম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে যৌথ বাহিনী চারটি ব্যাগ টাকা উদ্ধার করেছে। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাতে এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তি ইসহাক আহমেদ জানিয়েছেন, ‘বুনিয়া সোহেল’ নামে এক ব্যক্তি তার ফার্মেসিতে চারটি ব্যাগ টাকা রেখে গেছেন। তিনি আর কিছু জানেন না।

প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কয়েকদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর ছেড়ে দেওয়া হয়। এছাড়াও, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে ঘন ঘন সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সশস্ত্র সহিংসতার কারণে এলাকাটি কার্যত রাজধানীর একটি সন্ত্রাসী শহরে পরিণত হয়েছে। একাধিক সন্ত্রাসী গোষ্ঠী ফুটপাত, বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।

এই প্রেক্ষাপটেই ঈদের ছুটিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আইন প্রয়োগকারী বাহিনী বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছে।

Scroll to Top