সীমান্তে বিএসএফ সদস্যকে ধরে খুঁটিতে বেঁধে রাখে চাঁপাইনবাবগঞ্জ’বাসী

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির নায়ারণপুর ইউনিয়নের সাত রসিয়া গ্রামে স্থানীয়রা একজন বিএসএফ সদস্যকে আটক করেছে। সাত রসিয়া গ্রাম ভারতীয় সীমান্তের কাছাকাছি হওয়ায় স্থানীয়দের গরু বা ছাগল প্রায়শই ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। বিএসএফ প্রায়শই এই গরু ও ছাগলগুলিকে তাড়া করে। কিন্তু আজ সকাল সাড়ে ৭টার দিকে একজন বিএসএফ সদস্য ছাগলটিকে তাড়া করে বাংলাদেশে প্রবেশ করে। এই সময় গ্রামবাসীরা তাকে ধরে একটি খুঁটিতে বেঁধে রাখে। পরে বিজিবি সদস্যদের খবর দেওয়া হলে বিজিবি সদস্যরা এসে বিএসএফ সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

Scroll to Top