‘ছেলে-মেয়ে ৫ম শ্রেণি পাস করলেই ছাত্রশিবিরে ভর্তি করানোর আহ্বান’ : রফিকুল ইসলাম

পঞ্চম শ্রেণী পাস করার সাথে সাথে ছেলে-মেয়েদের ছাত্রশিবিরে ভর্তি করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “জনগণ সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা থাকবে না, জনগণকে তার প্রজা করবে না। আমরা দেশের জনগণের সেবক হব।”

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, গোপালগঞ্জ জেলা জামায়াতের প্রাক্তন আমির আজমল হোসেন সরদার প্রমুখ।

Scroll to Top