এনসিপির বৈঠকে সুইডেন-নরওয়ের রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে জল্পনা

ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের দূতাবাসের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছে।

শুক্রবার (৩০ মে) ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুর উস সালেহীনের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে যে, বৈঠকে উপস্থিত ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে ছিলেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ফার্স্ট সেক্রেটারি পাউলা ক্যাস্ট্রো নেইডারস্টম, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।

ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন।

তার সাথে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং যুগ্ম প্রধান সমন্বয়কারী নাভিদ নওরোজ শাহ।

Scroll to Top