অবশেষে বিসিবি থেকে ফারুককে বাদ দেওয়ার আসল কারণ জানালেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন যে ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে কোনও দুর্নীতির অভিযোগের কারণে নয়, বরং খারাপ পারফরম্যান্সের কারণে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (৩১ মে) পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৫তম জাতীয় হ্যান্ডবল ফাইনাল দেখতে আসা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন যে ফারুক আহমেদকে বিসিবি সংবিধান এবং আইসিসির নিয়ম অনুসারে অপসারণ করা হয়েছে। সভাপতিকে প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি। কাউকে জোর করে অপসারণ করা হয়নি।সভাপতি হিসেবে ফারুক আহমেদকে অপসারণ করেনি সরকার। তাঁর জায়গায় নতুন সভাপতি হওয়া আমিনুল ইসলামও বিসিবির সভাপতি হয়েছেন নিয়ম মেনেই।

ফারুক বিসিবির বাকি বোর্ড পরিচালকদের সাথে একটি দল হিসেবে কাজ করছেন না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘ক্রিকেট একটা টিম, বিসিবিতে টিম হয়নি। বাকি যাঁরা আছেন, তাঁরা কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না, ক্রমাবনতির এটাও বড় কারণ। সব মিলিয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হয়েছে।’

কেন এই সিদ্ধান্ত নিতে হল তা ব্যাখ্যা করতে গিয়ে আসিফ মাহমুদ একটি উদাহরণ দিয়েছেন, ‘যদি নির্বাচক কমিটি দেখে যে কোনও খেলোয়াড় নিয়মিতভাবে খারাপ পারফর্ম করছে, তাহলে নির্বাচক কমিটি তাকে দলে রাখবে না। আমাদের দিক থেকেও তাই হয়েছিল।’

ফারুক আহমেদ বলেন, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে উপদেষ্টার বলেন, ‘ব্যক্তিগত পর্যায়ে তাঁর সঙ্গে কথা বলেছি।’

Scroll to Top