৩০০ কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ? জানা গেল আসল সত্য

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে” শিরোনামে একটি দাবি প্রচারিত হয়েছে। ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার ঘটনাটি তদন্ত করেছে।

তদন্তকালে তারা দেখতে পেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়নি; বরং, কোনও নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেন সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের ভিত্তিতে এই মিথ্যা দাবি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে প্রচারিত দাবির পোস্টগুলির মন্তব্যে, একটি ব্লগ পোস্টের লিঙ্কটি রেফারেন্স হিসাবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

উক্ত লিঙ্কে, “সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদের বাড়ি থেকে ৩০০ কোটি টাকা জব্দ, সেনা অভিযানে গ্রেপ্তার” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। তবে প্রতিবেদনটি প্রকাশের তারিখ উল্লেখ করা হয়নি এবং প্রকাশক হিসেবে ‘সময় টিভি’ নামটি দেখা গেছে।

সাধারণত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হলে, মূলধারার গণমাধ্যমে সংবাদটি ব্যাপকভাবে প্রকাশিত হত। তবে, দেশীয় মূলধারার কোনো সংবাদমাধ্যম বা কোনও নির্ভরযোগ্য সূত্রে নাহিদ ইসলামের গ্রেপ্তারের কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সেনাবাহিনী কর্তৃক নাহিদ ইসলামের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে শীর্ষক গুজবের বিষয়ে গত ২০ মার্চই বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

উল্লেখ্য যে, এই ফ্রি ডোমেইন ব্লগ সাইটগুলি এর আগেও বেশ কয়েকবার ভুয়া খবর প্রকাশ করেছে।

Scroll to Top