নারীকে লাথি মারা সেই আকাশ নিজ দলের স্বীকার করে বিবৃতি জামায়াতের

চট্টগ্রাম মহানগর জামায়াত জানিয়েছে যে, চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ইউনিয়নের একটি অনুষ্ঠানে এক মহিলাকে লাথি মেরে ভাইরাল হওয়া আকাশ চৌধুরী তাদের কর্মী। দলটি জানিয়েছে যে ঘটনার দিন তিনি সংগঠনের অনুমতি ছাড়াই সেখানে গিয়েছিলেন।

জামায়াত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে যে, ২৮শে মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য দৃশ্য আমাদের নজরে আসে। কোনও ব্যাখ্যা ছাড়াই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। অতএব, আমাদের কোনও স্তরের জনবলকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। সেদিন ঘটে যাওয়া ঘটনায় জামায়াতের কোনও সম্পৃক্ততা নেই। অতএব, এই ঘটনার জন্য জামায়াত কোনও দায় বহন করবে না। সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় কেবল সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের।

“বিশেষ করে আকাশ চৌধুরী নামে সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। জামায়াতে ইসলামী দেশব্যাপী একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে পরিচিত। জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। আমরা কোনওভাবেই এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষে নই। তাই, কেন্দ্রীয় দৃষ্টিকোণ থেকে, শৃঙ্খলা ভঙ্গ এবং উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করার জন্য আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

বিবৃতির সত্যতা নিশ্চিত করে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ঢাকা বলেন যে সংগঠনের সিদ্ধান্ত হিসেবে এই বিবৃতি দেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার (২৮ মে) বিকেলে, রাজশাহীতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে এবং ছাত্র জোটের উপর হামলার নিন্দা জানাতে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকা মানববন্ধনে শাহবাগ ঐক্যবিরোধীরা হামলা চালায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে লাথি মারার একটি ছবি ভাইরাল হয়েছে।

লাথি মারা যুবকের নাম আকাশ চৌধুরী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পৌরসভা এলাকার নেছার আহাদ এর ছেলে। আকাশ চৌধুরী চট্টগ্রাম মহানগরীর শিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা। এর আগে তার বিরুদ্ধে নগরীর মুরাদপুরে সুন্নিদের একটি অনুষ্ঠানে হামলার অভিযোগ ওঠে।

Scroll to Top