পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে, দেশজুড়ে জাতীয়তাবাদী আবেগকে জোরালো করে প্রচার চালাচ্ছে বিজেপি। এই আবহে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক জনসভায় তিনি বলেন, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তিন বার ঘরে ঢুকে মেরেছি, হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কল্পনাই করতে পারেনি পাকিস্তান।
এই জনসভা থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন মোদী। তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ‘নির্মম সরকার’ আখ্যা দিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দেন। প্রধানমন্ত্রী বলেন, “রাজ্যের গরিব মানুষরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যে চলছে হিংসা, বিশৃঙ্খলা। মা-বোনেরা নিরাপদ নন, যুব সমাজ হতাশ।”
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, “এই দলের নেতাদের দুর্নীতির কারণে এখানকার ছেলে-মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। এরা শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। কিন্তু নিজেদের ভুল মানতে নারাজ। উলটে আদালতের বিরুদ্ধেও কথা বলছে। তৃণমূল সরকার অভিযুক্তদের রক্ষা করতে চাইছে। কিন্তু বিজেপি সেটা হতে দেবে না।”
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে মানুষ আজ নানাভাবে নির্যাতিত। চরম দুর্নীতিতে জর্জরিত রাজ্য। এখানকার শাসকদল গরিব মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নিয়ে রাজনীতি করছে। বাংলা বহু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।”
জনসভায় যাওয়ার আগে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে আলিপুরদুয়ার ও কোচবিহারে ‘সিটি গ্যাস বিতরণ প্রকল্প’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পের জন্য ১,০১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এতে প্রায় আড়াই লাখ পরিবার উপকৃত হবে।