ঢাবিতে ইসলামী ছাত্রী সংগঠনের হঠাৎ আত্মপ্রকাশ, এবার প্রকাশ্যে এলেন দুই নেত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই শাখা সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

স্মারকলিপি প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ সাতজন সদস্য উপস্থিত ছিলেন। জানা গেছে, সংগঠনটির শাখা সভানেত্রী হলেন সাবিকুন্নাহার তামান্না, যিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মোছা. আফসানা আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। উভয়েই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

স্মারকলিপি প্রদান শেষে শাখা সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ওপর নির্যাতন-নিপীড়নের কারণে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম চালানো সম্ভব হয়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা ক্যাম্পাসে পুনরায় কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা ঢাবিতে প্রাথমিক কাঠামো গঠন করতে পেরেছি এবং এখন সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ইনশাআল্লাহ, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে শিগগিরই ছাত্রসংসদীয় কার্যক্রমে যুক্ত হবো।”

শাখা সেক্রেটারি আফসানা আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা দেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ ছাত্রী সংগঠন। ১৯৭৮ সাল থেকে আমরা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছি। অতীতে ঢাবিতেও আমাদের কার্যক্রম ছিল, এমনকি ডাকসু নির্বাচনেও আমরা অংশ নিয়েছি। বিগত স্বৈরাচারী সরকারের সময় আমরা অনেক বেশি নিপীড়নের শিকার হয়েছি। আজকের এ উদ্যোগ আমাদের জন্য নতুন এক সূচনা।”

তিনি আরও বলেন, “আমরা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই। ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা ছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দীর্ঘ সময় পর ইসলামী ছাত্রী সংস্থার এ পুনরায় সক্রিয় হওয়া রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিভিন্ন সংগঠন ও প্রশাসনিক মহল বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

Scroll to Top