জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সিরাজুল ইসলাম এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “জামায়াত-ই-ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছর পর মুক্তি পেয়ে দেশে ফিরছেন। কিন্তু তিনি আর কখনও তার প্রিয় স্ত্রীকে দেখতে পাবেন না।” স্ট্যাটাসে সিরাজুল ইসলাম উল্লেখ করেছেন,“দীর্ঘ ১৪টি বছর পর আজ বাসায় ফিরে সেই প্রিয়তমা স্ত্রীর সাক্ষাৎ পাবেন না প্রিয় দায়িত্বশীল এটিএম আজহার ভাই, যিনি পথপানে চেয়ে থেকে থেকে অবশেষে গত বছরই আল্লাহর জিম্মায় চলে গেছেন।”
তিনি আরও লেখেন, “ভাবতেই আমাদের চোখ ছলছল করছে; হৃদয়টা হাহাকার করে উঠছে। আর আজহার ভাইয়ের কেমন লাগবে! যারা বিচারের নামে অন্যায় নাটক করে এতোটি বছর কেড়ে নিলো উনাদের জীবন থেকে, তাদের বিচার কি হবে না!”
উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন। সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন।