“ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না” বললেই বাবাকে মা ধমকাতেন: তারিকুল

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না আমার সাহসী বাবা আওয়ামী লীগের আমলেও প্রকাশ্যে বলতেন, “ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না”।” এটি ছিল তার প্রিয় স্লোগান। আমার মা যখনই এটি শুনতেন তখন তাকে ধামকাতে  এবং ভয় দেখাতেন।

আজ, ২৭ মে (মঙ্গলবার), তারিক চয়ন তার ফেসবুক পেজে একটি পোস্টে এই কথাগুলো লিখেছেন।

তিনি আরও লিখেছেন, “গত আগস্টে আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রয়াত বাবা, যিনি রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, তিনি হাসিনাকে বেশ ভালোভাবেই চিনেছিলেন। শেখের বেটি পালায় না’, ‘দেশের জন্য জীবন দেবো’ বলে হাসিনা নিজের লোকজন নিয়ে নেতাকর্মীদের ‘অসহায়’ ফেলে রেখে পালিয়েছে। এখন আবার বড় বড় কথা বলে! হাসিনা ‘বীর পলাতক শ্রেষ্ঠ’। হাসিনার লজ্জা নেই। হাসিনার পক্ষে যারা এখনও কথা বলে তাদেরও লজ্জা নেই। তারা হয়তো ভাবছে হাসিনা ফের কোনোদিন ক্ষমতার মসনদে বসবে। না, সেটা হবে না। সেটা হতে দেওয়া হবে না। হাসিনা নির্লজ্জ, হাসিনা শেষ।

Scroll to Top