বিএনপির জ্যেষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২৪ মে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে। সেই বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার পক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তার বক্তব্যে, পরবর্তী নির্বাচনের জন্য কোনও সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ।
মঙ্গলবার (২৭ মে) গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ২৪ মে আমাদের সাথে বৈঠকের পর আরও দুটি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে। প্রেস সচিব বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষে একটি সংবাদ সম্মেলন করেন। তার বক্তব্যে নির্বাচনের জন্য কোনও রোডম্যাপ না থাকায় আমরা হতাশ। আমরা কখনও প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।