অপসারণের কোনও প্রশ্নই আসে না, জসিম উদ্দিন নিজে থেকেই পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যেতে চান, বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন নিজেই তার পদ থেকে সরে যেতে চান। তার পদ পরিবর্তন হবে। তিনি এক-দুই দিনের মধ্যে চলে যাবেন। সেই সময়ে নতুন পররাষ্ট্র সচিব চূড়ান্ত করা হবে।
এদিকে,প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মো. নজরুল ইসলাম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। নজরুল ইসলাম পূর্বে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পররাষ্ট্র সচিব আগামী কয়েক দিনের মধ্যে কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে আসার পর, তিনি উত্তর আমেরিকার একটি মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে পারেন।