পল্লবী থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এবং তার স্ত্রী ফাতিমা রহমানের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার (২০ মে) এই আদেশ জারি করেছেন।
দুর্নীতির অভিযোগের চলমান তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন তাদের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞার আবেদন করেছেন।
আবেদনে বলা হয়েছে যে, অপূর্ব হাসানের বিরুদ্ধে (জুলাইয়ের অভ্যুত্থানের সময়) ছাত্র ও জনসাধারণের উপর নির্বিচারে গুলি চালানো, হত্যা, সোনা পাচারে জড়িত থাকা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে, অভিযোগের সাথে জড়িত অপূর্ব হাসান এবং তার স্ত্রী ফাতিমা রহমান তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
অভিযোগের সাথে জড়িত ব্যক্তিরা বর্তমানে পলাতক। দেশ ত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে, তাদের বিদেশ ভ্রমণ বাতিল করা উচিত।
শুনানির পর বিচারক তাদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওসি অপূর্ব হাসানকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখা যায়। সেই সময় তাকে বেশ আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় তিনি আরেক ছাত্রের হত্যার বিষয়ে বলেন, ‘মাইরা তো আমরা ফেলছি এখন কী করবা?’
এমনকি তিনি পুলিশ সদস্যদের হুমকি দিয়ে বলেন, ‘যে গুলি করবে না তাকে আমি গুলি করবো। ’ এরপরই শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। হতাহত হয় অনেকেই।