হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন’ করছে সরকার: বিস্ফোরক অভিযোগ হাসনাত আবদুল্লাহর

দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে জনগণের ‘মনোযোগ ডাইভারশন’ বলে অভিহিত করেছেন।

সোমবার তার যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত এই মন্তব্য করেছেন।

ওই পোস্টে হাসনাত বলেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত খুনিকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়েছে, অন্যদিকে শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাড়ি যাওয়ার জন্য পাসপোর্ট দেওয়া হয়েছে।দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’

Scroll to Top