ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সকল ফটক তালাবদ্ধ করে রেখেছে। শনিবার সকাল ৯টার দিকে নগর ভবনের দিকে যাওয়ার সকল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়।
ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে। ইশরাক হোসেনের সমর্থকরা আগামীকাল এবং রবিবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে প্রবেশ করতে পারছেন না। ভবনটিতে স্থানীয় সরকার বিভাগের অফিসও রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সেখানে কাজ করেন। তালা ঝুলিয়ে দেয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ইশরাককে মেয়র পদে নিয়োগ না দেওয়ার প্রতিবাদে ‘ঢাকাবাসী’র ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘ঢাকাবাসী আগামীকাল, রবিবার তাদের দাবি আদায়ের জন্য একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এছাড়াও, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহেদীকে সিটি হলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে সকাল ১১টায় বিক্ষোভকারীরা সচিবালয় অভিমুখে মিছিল শুরু করে।
সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নেওয়া হলেও, চারদিকে পুলিশি ব্যারিকেডের কারণে ইশরাকের সমর্থকরা সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে, দুপুর ১:৩০ টার দিকে নগর ভবনের সামনে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে তারা দিনের কর্মসূচি শেষ করেন।
‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশান’, ‘ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পদযাত্রাটি মৎস্য ভবনের কাছে পুলিশের বাধা পেয়ে রুট পরিবর্তন করে সচিবালয়ের দিকে এগোতে থাকে।
এই সময় বিক্ষোভকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে। আসিফ মাহমুদের পদত্যাগ কেন দাবি করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে একজন মহিলা বিক্ষোভকারী বলেন, ‘আমি আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি কারণ তিনি চান না যে ইশরাক সাহেব আমাদের জাতীয়তাবাদী দল থেকে শপথ গ্রহণ করুন।’
এর আগে কয়েকদিন ধরে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে আসছেন তার সমর্থকরা।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচন ট্রাইব্যুনাল ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। আদালতের রায়ের আলোকে, নির্বাচন কমিশন (ইসি) ২৭ এপ্রিল একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে।
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।