অবশেষে জয় বাংলা হইয়া গেলো: পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য মন্তব্য করেছেন যে অবশেষে জয় বাংলা হইয়া গেলো।

আজ, বৃহস্পতিবার (১৬ মে) পিনাকী তার যাচাইকৃত ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেছেন।

পিনাকী আর্টকুথুরির একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমার ফুলকুমারী ব্রান্ডিং।

পিনাকীর শেয়ার দেওয়া পোস্টে উল্লেখ ছিল, প্রথমে যমুনায় গেলো, সবাইকে আহ্বান করলাম যোগ দিতে, এরপর শাহবাগ অবশেষে জয় বাংলা হইয়া গেলো।

সব ঠিক আছে, করিডোরে কি হইলো আর হামিদ সাহেব ক্যামনে গেলো, এইগুলা জানা দরকার।

Scroll to Top