অবশেষে মুখ খুললেন উপদেষ্টা মাহফুজকে বোতল ছুড়ে মারা সেই যুবক

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা যুবক হুসেন অবশেষে মুখ খুললেন। তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে হুসেন বলেন, “আমি কোনও ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। আমার সম্পর্কে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের এই ছাত্র বৃহস্পতিবার (১৫ মে) এই কথাগুলো বলেন।

বোতল ছুঁড়ে মারার ঘটনাকে “অনিচ্ছাকৃত” বলে অভিহিত করে তিনি বলেন, “আমি ইচ্ছাকৃতভাবে বোতল ছুঁড়ে মারিনি। আমি বোতলটি আকাশে ছুঁড়ে মেরেছিলাম। কাউকে আঘাত বা অপমান করার জন্য আমি এটি করিনি।”

জুলাই বিদ্রোহে নিজেকে একজন পথযোদ্ধা দাবি করে হুসেন বলেন, “আমার নামে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। আমি শিবির, ছাত্রলীগ বা কোনও ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পিটিয়েছে; সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।

হুসেন বলেন, “গতকালের ঘটনার পর, বিভিন্ন নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”তারা ক্যাম্পাসের আশপাশেই থাকে বলে জানাচ্ছে। ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্তা করার হুমকি দিচ্ছে অনেকে।

এর আগে, বুধবার (১৪ মে) রাতে উপদেষ্টা মাহফুজ আলম কাকরাইল মসজিদের সামনে যান। সেখানে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হুসেন তার দিকে প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারেন। এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় আসেন। তার রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছেন।

Scroll to Top