ঢাকা, ১৪ মে: ভারতের উদ্দেশ্যে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
এছাড়া আলোচিত জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থা জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত গণহত্যার নির্দেশ দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এটি শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় প্রথম তদন্ত প্রতিবেদন এবং একইসঙ্গে তাকে সরাসরি জড়িত প্রমাণ করার প্রথম নথিভুক্ত দলিল।
প্রতিবেদনটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থার সমন্বয়কারী ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। তদন্ত শেষে শিগগিরই ফরমাল চার্জ দাখিল করে বিচার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। সেই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।