জুয়ার আসরে পুলিশের হানা: পালাতে গিয়ে নিথর বিজিবি সদস্য

গোপালগঞ্জ সদর এলাকায় মঙ্গলবার রাতে একটি জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা চারদিকে পালিয়ে যায়। এরপর থেকেই বিজিবির সাবেক এক সদস্য নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে স্থানীয় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান রিপন (৪৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের বাসিন্দা। নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরে হাফিজুর বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাতে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, “মঙ্গলবার দিবাগত রাতে কলপুর এলাকায় একটি জুয়ার আসরে আমরা অভিযান চালাই। হাফিজুর রহমানও সেখানে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই দিকবিদিক পালিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।”

তিনি আরও জানান, “বুধবার স্থানীয়রা একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।” পুলিশের প্রাথমিক ধারণা, হাফিজুর পালানোর সময় স্ট্রোক করতে পারেন। তার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু সা‌লেহ মো. আনসার উদ্দিন জানান, নিহতের মোবাইল ফোন পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনা নিয়ে তদন্ত চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

Scroll to Top